চেকের মামলায় আদালত কর্তৃক ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি মঞ্জুয়ারা খাতুন (৬০) কে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।
আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকালে গাংনী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদ সঙ্গীয় ফোর্সসহ তার বাড়িতে অভিযান চালিয়ে মঞ্জুয়ারাকে গ্রেফতার করেন। গ্রেফতাকৃত মঞ্জুয়ারা খাতুন গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামের গোলাম সরোয়ারের স্ত্রী।
মঞ্জুয়ারার বিরুদ্ধে এসসি ৭৩০/২২ নং মামলায় যশোর জজকোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাকে এক বছরের সাজা অনাদায়ে ৪ বছরের কারাদন্ড দিয়েছেন। পরে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিলে গাংনী থানা পুলিশ তাকে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করেন।
আজ বিকালে মঞ্জুয়ারা খাতুনকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করেছে।
এদিকে শঞ্জুয়ারা খাতুনের ছেলে মাসুম জানান, ২০১৮ সালে আমার মা যশোরের এনজিও আরআরএফের কাছ থেকে দেড় লাখ টাকা ঋণ নেন। সে সময় আরআরএফ এর মাঠ কর্মী আসিফকে দেড় লাখ ঋণের বিপরীতে তিনটি চেক প্রদান করা হয়। ঋণ পরিশোধ হওয়ার পর সে দুই টা চেক ফেরত দেন। একটা চেক নিয়ে চলে যান। সেই চেক দিয়ে বাদী আসিফ নিজের পরিচয় গোপন করে আমার মায়ের নামে আদম ব্যবসায়ী হিসেবে মামলা দিয়েছেন। আমরা এই বিষয়টি নিয়ে আদালতে যাবো।