মেহেরপুরের গাংনী উপজেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে ঘোষিত নতুন কমিটির প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
অযোগ্যদের দিয়ে নতুন কমিটি করা হয়েছে অভিযোগ তুলে নতুন কমিটি গঠনের দাবিতে মঙ্গলবার দুপুরে গাংনী শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
রোববার রাতে জেলা ছাত্রলীগ এ কমিটি ঘোষণা করে। এর প্রতিবাদে সোমবার বিক্ষোভ সমাবেশ ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
প্রতিবাদ কর্মসুচীর অংশ হিসেবে আজ দুপুরে গাংনী হাসপাতাল বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি গাংনী বাস স্ট্যান্ডে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগ সভাপতি ইমরান হাবীব, কলেজ ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসিবসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দ।