গাংনীতে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে সাজু নামের এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার মহিলা কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী বাদী হয়ে গাংনী থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার,স্থানীয় সূত্র ও ঘটনার বিবরণে জানা গেছে, পৌর এলাকার চৌগাছা পূর্ব পাড়া থেকে ওই ছাত্রী প্রতিদিনের মত মঙ্গলবার সকালে গাংনী মহিলা ডিগ্রী কলেজে যাচ্ছিল। কলেজ গেটে পৌছানো মাত্র চৌগাছা গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয় পাড়ার মৃত আজিজ মীরের ছেলে সাজু আহমেদ (২৬) পূর্বপরিকল্পিতভাবে মোটর সাইকেল যোগে উপস্থিত হয়ে ওই ছাত্রীর হাত ধরে টানাহেচড়া করতে থাকে। এসময় জোরপূর্বক মোটর সাইকেলে তুলতে গেলে তার চিৎকারে প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এলে সাজু মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়।
পরে মেয়েটা কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিলে অধ্যক্ষ তাৎক্ষনিকভাবে উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান ও থানা ইনচার্জ ওবাইদুর রহমানকে অবহিত করলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে বেশ কয়েকজন পুলিশ অফিসার উপস্থিত হয়।
সাজুর ভাই রাজু জানান, ওই ছাত্রীর সাথে দীর্ঘদিন ধরে তাদের প্রেমজ সম্পর্ক ছিল। উভয় পরিবারের লোকজন বিষয়টি জানেন।
গাংনী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী জানান, ছাত্রীদের অসম্মান করার মত অপরাধ সংঘটিত হলেও থানা পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ। পরবর্র্তীতে ছাত্রীদের মধ্যে আতংক বিরাজ করলে এবং কলেজে উপস্থিতি কমে গেলে আমরা প্রশাসনকে দায়ী করবো।
এব্যাপারে গাংনী থানার ওমি মো: ওবাইদুর রহমান বলেন,এ ঘটনায় একটি মামলা হয়েছে যার নং ১২ তাং ১১-০২-২০২০ ইং। আসামী সাজু পলাতক রয়েছে। তাকে গ্রেফাতারের চেষ্টা চলছে।
মেপ্র/ইএম