মেহেরপুরের গাংনী উপজেলার হোগল বাড়িয়া গ্রামে সাদেক আলী নামের এক পেঁয়াজ চাষীর জমিতে বিষ প্রয়োগ করে পেঁয়াজ তছরুপের ঘটনা ঘটেছে। পুর্বশত্রুতার জের ধরে কয়েকদিন আগে রাতের কোনো এক সময় পেঁয়াজের জমিতে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। সকালে সুর্য ওঠার সাথে সাথে এক বিঘা জমির পেঁয়াজ গাছ শুকিয়ে যেতে শুরু করে। এবিষয়ে পেঁয়াজ চাষী সাদেক আলীর প্রতিপক্ষ একই গ্রামের দিন মহম্মদের ছেলে মতিয়ার রহমান ও রফিকুল ইসলাম,জাহাঙ্গীর আলমের নামে মামলার প্রস্তুতি চলছে।
পেঁয়াজ চাষী সাদেক আলী জানান, স্থানীয় মতিয়ার রহমান দফায় দফায় আমার ফসল নস্ট করে আমাকে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ করছে মতিয়ার ও তার লোকজন। এর আগেও আমার কয়েক বিঘা জমির কচু ও পালংশাক তছরুপ কেেরছে। এবারও আমার এক বিঘা জমির পেঁয়াজে গ্লাইফোসেট নামক বিষ প্রয়োগ করা হয়। জমিতে প্রয়োগকৃত গ্লাইফোসেট এর বোতল পাওয়া গেছে। এবিষয়ে মামলার প্রস্ততুতি নিচ্ছে ক্ষতিগ্রস্থ কৃষক সাদেক আলী।
স্থানীয় মতিয়ার রহমান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধে আমাকে মিথ্যা মামলায় হয়রানী করতে নিজের জমির ফসল নস্ট করা হয়েছে।
গাংনী থানার ওসি মোঃ ওবাইদুর রহমান জানান, জমির ফসলের ওপর শত্রুতার বিষয়টি খুবই ন্যাক্কার জনক। অভিযোগ পেলে তদন্ত পুর্বক ব্যাবস্থা নেয়া হবে।