অবৈধভাবে জমির আইল কাটার প্রতিবাদ করাই জমির মালিককে ধারালো অস্ত্র হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করেছে পিতা-পুত্র। এঘটনায় গুরুতর আহত হয়েছেন জমির মালিক সিদ্দিকুর রহমান (৫৫)।
আহত সিদ্দিকুর রহমান বর্তমানে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার ডান পায়ে ৮ টি ও ডান হাতে ৪ টি সেলাই দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে ঘটনাটি মেহেরপুরের গাংনী উপজেলার ভারতীয় সীমান্তবর্তি রামকৃষ্ণপুর ধলা গ্রামে।
আহত সিদ্দিকুর রহমান জানান, প্রতিবেশী শফিকুর রহমান ও তার ছেলে জিনাত আলী আমার জমির আইল কেটে সমান করে তার নিজের মধ্যে জমি দখল নিচ্ছিল। এসময় আমি তাদের এই গর্হিত কাজের প্রতিবাদ করলে ধারালো হাসুয়া দিয়ে আমাকে উপর্যপুরি কোপাতে থাকেন। এসময় আমার কাঁধে থাকা কোদাল দিয়ে ঠেকানোর চেষ্টার পরেও ডান পায়ে ও ডান হাতে দুটি কোপ লাগে। এসময় তাদের হাসুয়া ভেঙ্গে ফেলে পালিয়ে যায়। পরে মাঠের লোকজন আমাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয়রা জানান, শফিকুর রহমান জমি-জমা বিরোধের জের ধরে সিদ্দিকুর রহমানকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছিল। শুধু সিদ্দিকুরকে নই, এই গ্রামের অনেককেই মারধর করেছে। তার বিরুদ্ধে এধরনের প্রচুর অভিযোগ রয়েছে। এঘটনায় আহত সিদ্দিকুর রহমান মামলার প্রস্তুতি নিচ্ছেন।
এব্যাপারে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, মারামারির ঘটনা শুনেছি। তবে, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবো।