সিলেট,সুনামগঞ্জসহ বন্যার্ত ও বানভাসি মানুষের পাশে দাঁড়াতে মেহেরপুরের গাংনী উপজেলায় ত্রাণ তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু করেছেন জাতীয় ইমাম সমিতির গাংনী উপজেলা কমিটি।
এ কমিটির তত্ত্বাবধানে গাংনী উপজেলা সকল মসজিদ, বিভিন্ন প্রতিষ্ঠান, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুপূর্ণ স্থান থেকে তহবিল সংগ্রহের এই কার্যক্রম পরিচালিত হবে। মহৎ এই উদ্যোগে সকলকে স্বতঃস্ফূর্ত ভাবে সাধ্য অনুযায়ী আর্থিক সহায়তা করে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় ইমাম সমিতির নেতৃবৃন্দ।
বুধবার সন্ধ্যায় গাংনী বাজার মসজিদে অর্থ সংগ্রহের বিষয়ে বিবৃতি পেশ করেন উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওঃ হাফেজ মোঃ রুহুল আমিন। উপজেলা মসজিদের পেশ ইমাম ও উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ইলিয়াস হুসাইন, সহ সভাপতি মাও. সাইফ উল্লাহ, ওয়ায়েস কুরুনি সদস্য আব্দুর রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন আহম্মেদ এসময় উপস্থিত ছিলেন। বিভিন্ন জনপূর্ণ স্থানে সহায়তা বক্্র স্থাপন করা হয়েছে। যে যার মত সহায়তার দাবী জানান এসকল নেতৃবৃন্দ।
গ্রাম ও শহর এবং দেশের বাইরে থাকা প্রবাসীরা সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে বিপদগ্রস্থ পানিবন্দি মানুষের দুর্দশা লাঘব হবে। মানবতা মানবিক কারণে হলেও তাদের পাশে থাকা উচিত বলেও জানান ইমাম সমিতির নেতৃবৃন্দ। সকলের দেয়া সহযোগীতা পৌছে যাবে বন্যার্ত মানুষের দুয়ারে।
দেশ বিদেশ থেকে যে নাম্বারে সহায়তা পাঠাবেন তা হলো-বিকাশ নম্বর ০১৯১৮৬০৫০৯৫-০১৭২৩৬৮০৫৯৬।