“বিঁজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে উৎসব মুখর পরিবেশে গাংনীতে ৪৫ তম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে ।
গাংনী উপজেলা প্রশাসনের আয়ােজনে ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়ােজিত ২ দিন ব্যাপী মেলার সমাপনী এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ বুধবার বিকেল ৪ টার সময় অনুষ্ঠিত হয়।
জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি যাদু ঘরের তত্বাবধানে ও বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপােষকতায় মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী অফিসার প্রীতম সাহের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক ।
বিশেষ অতিথি ছিলেন ছড়াকার ও কথা সাহিত্যিক রফিকুর রশীদ রিজভী, উপজেলা মৎস্য অফিসার খােন্দকার সহিদুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাংনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, গাংনী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ।
মেলায় উপজেলার সেরা ২০ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩ টি কলেজের সৃজনশীল মেধাবী শিক্ষার্থীদের ২৩ টি স্টল প্রকল্প উপস্থাপন এবং উদ্ভাবনী প্রকল্প প্রদর্শিত হয়। একই সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের পরীক্ষা নিয়ে মেধা অন্বেষণ করা হয়।
মেলা উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চুড়ান্ত পর্যায়ে সন্ধানী স্কুল এন্ড কলেজ, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রতিদ্বন্দ্বীতা করে। বিতর্ক প্রতিযােগিতায় মডারেটর হিসাবে দায়িত্ব পালন করেন, গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হােসনে মােবারক।
অন্যান্য বিচারকদের মধ্যে ছিলেন, উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফ, নিবার্চন অফিসার কামরুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার সাইদুর রহমান।
সমগ্র আয়ােজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গাংনী মাধ্যমিক শিক্ষা অফিসার হােসনে মােবারক ও একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম।
সফলতার স্বীকৃতিস্বরুপ আয়ােজনের দুই ব্যবস্থাপককে পুরস্কৃত করা হয়। পরে বিজয়ীদের মাঝে ক্রেষ্ট দেয়া হয়।
কুইজে সন্ধানী স্কুল এন্ড কলেজ , জােড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ও গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
বিতর্ক প্রতিযােগিতায় সন্ধানী স্কুল এন্ড কলেজ ও জােড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়কে যৌথ বিজয়ী ঘােষণা করা হয়।