মেহেরপুরের গাংনীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা করেছে স্বাস্থ্য বিভাগ।
আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথী ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক।
উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা সুপ্রভা রাণীর সভাপতিত্বে অনুষ্ঠানে এ প্লঅস ক্যাম্পেইনের সমস্ত তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন এমওডিসি আদিলা আজহার আরশী। বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মারুফ ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ৬ থেকে ১১ মাস বয়সি ৩৯৫১জন শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সি ৩০৩১২জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১৮জুন থেকে শুরু হবে জাতীয ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর কার্যক্রম।