গাংনী উপজেলার চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ে মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর আয়োজনে এবং জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম (জেএনএনপিএফ) এর সহযোগিতায় শিশু বিবাহ প্রতিরোধ সেমিনার অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (৬ মার্চ ) সকাল ১০টার সময় চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্কাস আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নিবার্হী কর্মকর্তা প্রীতম সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোঃ রফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক সাধন কুমার মন্ডল ।
অনুষ্ঠানে পারিবারিক সহিংসতা প্রতিরোধ প্রকল্পের বাৎসরিক কার্যক্রম রিপোর্ট উপস্থাপন করেন মানব উন্নয়ন কেন্দ্র (মউক) কের প্রোগ্রাম ম্যানেজার মোছাঃ ফাহিমা আক্তার।
এ ছাড়াও সেমিনারে মেহেরপুর জেলার বর্তমান পারিবারিক সহিংসতা সহ শিশু বিবাহ প্রতিরোধ বিষয়ক বিভিন্ন তথ্যবহুল আলোচনা হয়।