পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রাজমিস্ত্রিদের মধ্যে সৃষ্ঠ সংঘর্ষে উভয়পক্ষের ২ রাজমিস্ত্রি আহত হয়েছেন।
আহতরা হলেন, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা চৌধুরীপাড়ার আবু তালেবের ছেলে সৌরভ হোসেন (২৫) ও গাংনী উপজেলার থানাপাড়া এলাকার আফুরদ্দিনের ছেলে খাইরুল ইসলাম (৪০)।
আজ বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসাধীন।
জানা গেছে, খাইরুল ইসলাম সৌরভ হোসেনের কাছে কিছু টাকা পাবেন। গতকাল বুধবার টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বচসা হয়। আজকে সকাল সাড়ে ১১ টার দিকে আবারও টাকা চাইতে যায়। টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে প্রথমে বাকবিতন্ডা হয়। পরে সৃষ্ঠ সংঘর্ষে দুজনেই আহত হন।