মেহেরপুরের গাংনীতে গরু বোঝায় ট্রলি উল্টে মুতাহার আলী (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন ।
সোমবার বিকেলে কামারখালি সিন্দুরকোটা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুতাহার আলী ঝিনাইদাহ জেলার হরিনাকুণ্ডু বাজার পাড়ার শাহাদত আলীর ছেলে। তিনি নিজেও গরু ব্যবসায়ী।
আহতরা হলেন- হরিনাকুন্ডর আব্দুর রহিমের ছেলে সোহরাব হোসেন(৫০), মেহেরপুরের নিত্যানন্দনপর গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে মনোয়ার হোসেন, আফছার আলীর ছেলে আতিয়ার রহমান(৫৫)।
আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয় বামুন্দি ফায়ার সাভির্সের একটি টীম।
বামুন্দি ফায়ার সার্ভিসের টিম লিডার ইছাহাক আলি জানান, খবর পেয়ে কামার খালী বাজার থেকে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত মুতাহার আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, গাংনীর বামুন্দি বাজার থেকে গরু কিনে ট্রলি যোগে বাড়ি ফিরছিলেন চারজন। এসময় দ্রতগতির ট্রলিটি কামারখালি ও সিন্দুরকোটা বাজারে পৌছালে একটি নসিমন গাড়িকে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রলি। এসময় তিনজনকে আহত ও একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।