গাংনীতে ডিস ক্যাবল নেটওয়ার্ক ব্যাবসার জন্য এক ইউনিয়নের অনুমোদন নিয়ে অন্য ইউনিয়নে ক্যাবলনেটওয়ার্ক এর লাইন সংযোগের কাজ করায় গাংনীতে ডিস মালিকদের প্রতিবাদ সভা অনুঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গাংনীর বিবিন্ন এলাকার ডিস ব্যাবসায়ীরা জড়ো হয়ে প্রতিবাদ সভায় অংশ গ্রহন করেন।
গাংনী উপজেলা ক্যাবল নেটওয়ার্ক মালিক সমিতির সভাপতি আনারুল ইসলাম বাবু বক্তব্য বলেন, গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নসহ সারা উপজেলা ব্যাপী আমাদের ব্যবসা ছিল। সেখানে মাসুদ রেজা নামের এক ব্যক্তি কন্ট্রোলরুম স্থাপন না করে এবং অর্থের বিনিময়ে প্রতিবেদন নিয়ে বিটিভি কর্তৃক অনুমোদন নিয়েছিলেন। উক্ত অনুমোদন কে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগ রয়েছে।
পরে আমাদের চালুকৃত সংযোগ বিচ্ছিন্ন করে তাদের লাইন স্থাপন করেন। অথচ তারা তার এলাকা রেখে বামুন্দি ইউনিয়নে ব্যবসার জন্য প্রচার প্রচারনা চালাতে থাকে। প্রচারের সময় মঙ্গলবার সকালে প্রচারকৃত মাইক আটক করে স্থানীয় ব্যবসায়ীরা।
পরে প্রচারমাইক গাংনীতে নিয়ে আসলে গাংনী উপজেলা নির্বাহী অফিসার নিজ এলাকা ছেড়ে অবৈধ ভাবে অন্য এলাকায় ব্যবসা করার চেষ্টা ও প্রচার প্রচারনা না করার শর্তে তাদের ছেড়ে দেয়া হয়। এর পরপরই গাংনীর সকল ডিস ব্যবসায়ীরা মাসুদ রেজার ব্যাবসা বন্ধের দাবীতে প্রতিবাদ করেন।
এসময় গাংনী উপজেলা ক্যাবলনেটওয়ার্ক মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদশাসহ অর্ধশতাধিক ব্যাবসায়ী উপস্থিত ছিলেন।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ বলেন, যে এলাকায় ব্যবসার জন্য অনুমোদন নেয়া হয়েছে সেই এলাকা ছাড়া অন্য এলাকায় ব্যবসা করার কোনো সুযোগ নেই। বিশৃঙ্খলা এড়াতে মাসুদ রেজার পক্ষে কাগজ পত্র দেখানোর জন্য বলা হয়েছে।