মেহেরপুরের গাংনীতে শিপন হোসেন (২৭) নামের এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ায় তার মৃত্যু হয়। সে গাংনী উপজেলার কাজিপুর গ্রামের মাসুদ হোসেনের ছেলে। জানা গেছে, বুধবার গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় শিপন। পুরাতন ডেঙ্গু সন্দেহে চিকিৎসক তার রক্তের আইজিজি পরীক্ষা করালে পজেটিভ পান। ভর্তি থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার কুষ্টিয়ায় রেফার করেন। ডেঙ্গু রোগীদের তদারকির দায়িত্বে থাকা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সজীব উদ্দীন স্বাধীন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এটা অবশ্যই পুরাতন ডেঙ্গু রোগী হবে। কোন এক সময় তার ডেঙ্গু হয়েছিল কিন্তু তখন চিকিৎসা হয়নি বলে সন্দেহ করা হচ্ছে। শিপনের পরিবারিক সূত্রে জানা গেছে, গাংনী থেকে নিয়ে যাওয়ার পর কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন (২নং ওয়ার্ডে) ভর্তি করা হয়। পেটে প্রচ- জালা যন্ত্রণার জন্য এখানে ভর্তি করেন চিকিৎসকরা। জ্বর ছিল না তাই ওখানে ডাক্তার তাকে দেখার পরে ওই ওয়ার্ডে ভর্তি করেন। মৃত্যুর আগে তার ব্লাড প্রেসার অস্বাভিকভাবে নেমে যায়।