গেল কয়েকদিন ধরে মেহেরপুরের গাংনীতে সারাদিন তীব্র তাপদাহ থাকলেও বিকেল হতে না হতেই শুরু হয় বৈরী আবহাওয়া। মুহুর্তের মধ্যে শুরু হয় ঝড়। ঝড়ের ফলে ধুলোবালি উড়ে অন্ধকার হয়ে যায় চারপাশের পরিবেশ।
গত (২৮ ও ২৯শে এপ্রিল) আকাশে কালো মেঘের ঘনঘটা আর ঝড় হলেও কয়েক ফোটা বৃষ্টির পানি পড়ে থমথমে হয়ে যায় পরিবেশ। তবে আজ রবিবার সারাদিন তীব্র তাপদাহ থাকলেও বিকেলের আকাশে কালো মেঘের ঘনঘটা থেকে শুরু হয় প্রচন্ড বৃষ্টি। সারাদিনের তীব্র গরমের মধ্যে ঘন্টাব্যাপী এ বৃষ্টি স্বস্তি এনে দেয়। সটানা কয়েকদিনের অপেক্ষা আর বৈরী আবহাওয়ার পর আজকের ঘন্টাব্যাপী বৃষ্টিতে স্থবির হয়ে যায় চারপাশ। রাস্তাঘাটে মানুষের চলাচল বন্ধ থাকে বৃষ্টি শেষ না হওয়া পর্যন্ত। বৃষ্টির সাথে সাথে বিদ্যুৎয়ের ঝলকানি আর গুড়ুম গুড়ুম শব্দে ভারী হয়ে ওঠা প্রকৃতি অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়।
গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের মাদ্রাসা বাজারে প্রতিদিনের মতো ঝালমুড়ি বিক্রি করতে বসেছিলেন মহব্বত আলী। কিন্তু তীব্র বৃষ্টির ফলে তলপিতলপা গুটিয়ে নিতে হয় তাকে। তিনি জানান, গত দুদিন খারাপ আবহাওয়া হলেও ঝড়বৃষ্টি হয়নি তেমন। কিন্তু আজকে প্রচন্ড বৃষ্টির সাথে বাতাস হওয়ায় আমার ঝালমুড়ির অস্থায়ী দোকান নিয়ে টিকে থাকতে পারিনি।
বামন্দী কাজিপুর সড়কে প্রতিদিন দুবেলা চলাচল করেন জিল্লুর রহমান। তিনি বলেন, আজ সারাদিন তীব্র গরম পড়েছে। ঘেমে একাকার অবস্থা। বৃষ্টি হয়ে শান্তি লাগছে।