গাংনী উপজেলার মহব্বতপুর গ্রামে তুচ্ছ ঘটনায় বাড়ির উপর গিয়ে মেজর (৩২) নামের এক ব্যক্তিকে ধারাল দা দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।
গুরতর জখম মেজর মাথায় ১৮ টি সেলাই নিয়ে এখন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
আহত মেজর মহব্বতপুর গ্রামের মধ্যপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে। ঘটনাটি ঘটেছে আজ রবিবার বিকাল সাড়ে চারটার দিকে।
আহত মেজর জানান, বাড়ির পাশে পথের ধারেই আমার প্রতিবেশী হারান আলীর ছেলে মেজবার আলীর বাঁশ বাগান রয়েছে। একটি বাঁশ পথের উপর হেলে পড়াই পথচারিরা নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছিল। গতকাল দুপুরে পথটি পরিস্কার করার জন্য হেলে পড়া বাঁশটি কেটে বাগানেই রেখে দিই। বিকালের দিকে বাঁশ বাগানের মালিক মেজবার আলী হাতে ধারালো দা হাতে আমার বাড়িতে অবৈধভাবে প্রবেশ করে আমার মাথায় কোপ মারে। এতে আমি রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ি। আমার আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে মেজবার পালিয়ে যায়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক সীমা বিশ্বাস বলেন, আহত মেজরের মাথায় ১৮ টি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানান, মেজবার আলী পেশায় ভ্যান চালক। এর আগে গরু ও ছাগল চুরির অপরাধে তার বিরুদ্ধে স্থানীয়ভাবে শালিস বৈঠক হয়েছে। শালিস বৈঠকে সে একাধিকবার জরিমানা দিয়েছে। এছাড়া গাংনীতে আলগামন চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। এলাকার অনেক মানুষকে বিনা কারনে সে মারধর করে থাকে। তার ভয়ে এলাকার মানুষ কথা ও প্রতিবাদ করতে সাহষ পাইনা।
মেজরকে জখম করার অপরাধে গাংনী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন ভিকটিম।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।