উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে তাৃামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রাণী, সহকারী কমিশনার ভুমি নাদির হোসেন শামীম, গাংনী থানার ওসি তদন্ত মনোজ কুমার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি অফিসার ইমরান আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার নাসিরুদ্দিন, মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ, কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হোসেন, সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, তেতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা, সাংবাদিক রফিকুল আলম বকুল সহ অনুষ্ঠানে টাস্কফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে টাস্কফোর্সের সদস্যসচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রাণী তামাক নিয়ন্ত্রণে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
এছাড়া তিনি ২০৪০ সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর তামাক নির্মুল ও প্রতি বছরে তামাক নিয়ন্ত্রণের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি তামাকের কারণে শারিরীক, মাসসিক ও অর্থনৈতিক ক্ষতর বিভিন্ন দিক নিয়ে আলোশনা করেন।