মেহেরপুরের গাংনীতে দিনব্যাপী পাটবীজ চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে জেলা পাট কর্মকর্তা কে এম আব্দুল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুর ই আলম সিদ্দিকী। বিশেষ অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার খাঁ। প্রশিক্ষক ছিলেন গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাসেল রানা। উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণে উপজেলার পৌরসভাসহ ৯ টি ইউনিয়নের ১০০ জন চাষী অংশ নেন।