বিদ্যালয় আঙিনায় ধুমপান করতে নিষেধ করায় প্রধান শিক্ষককে লাঞ্ছিত ও হুমকি দিয়েছেন একই বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক।
এঘটনায় বিচার ও জীবনের নিরাপত্তার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন প্রধান শিক্ষক বাকের আলী। ঘটনাটি গাংনী উপজেলার মটমুড়া মাধ্যমিক বিদ্যালয়ে ঘটেছে।
প্রধান শিক্ষক বাকের আলীর লিখিত অভিযোগে জানান গেছে, সহকারী শিক্ষক মোহাম্মদ শাহেদ মেহদাদ (ইনডেক্স নং ১০৫৩৩৩৫) ও মো: আরিফুর রহমান (ইনডেক্স নং ১১৪৪৪৬৯) বিদ্যালয় আঙিনায় যত্রতত্র দাঁড়িয়ে ধুমপান করে থাকেন।
বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা বিশেষ করে নারী শিক্ষার্থীরা বারবার অভিযোগ দেই। বিষয়টি আমি ওই দুই শিক্ষককে নিষেধ করার কারনে ক্ষিপ্ত হয়ে আমাকে অন্যান্য শিক্ষকদের সামনে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন। তারা দুজনে বলেন, সিগারেট সেবন আমাদের ব্যক্তিগত বিষয়। আমরা সিগারেট খাবো পারলে ঠেকাশ। আমরা যেভাবে স্কুল চালাবো সেভাবেই স্কুল চলবে। এছাড়া হুমকী দিয়ে বলেন, তুই বাসে চড়ে গাংনী যাবি কি করে আমি দেখে নেবো। তারা প্রায়ই আমার সাথে মারমুখী আচরণ করেন। দম্ভ করে বলে আমরা তোর আন্ডারে চাকুরী করিনা। এছাড়া আমাকে প্রাননাশের হুমকী দেন। এই ঘটনার পর আমি মানুষিক ভাবে ভেঙ্গে পড়েছি। চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানান প্রধান শিক্ষক বাকের আলী।