এবার দুদক আয়োজিত বিতর্ক প্রতিযোগীয়তায় বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্ণীতিচিত্র নিয়ে ব্যাপক কোটেশন তুলে ধরেছেন পক্ষে বিপক্ষের বিতার্কিকবৃন্দ। তার্কিকরা তাদের যুক্তিখন্ডন করতে গিয়ে বারবারই তুলে ধরেন সাবেক পুলিশ প্রধান বেনজিরের দুর্ণীতিচিত্র।
গাংনী উপজেলার সাহেবনগর বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বিতর্ক দলের দলনেতা নওরিন জাহান বলেন, শ্রেষ্ঠ বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। বলা হয়ে থাকে যখন ক্ষমতায় ছিলেন তখন সবচেয়ে প্রভাবশালী ও বড় ক্ষমতাধর পুলিশ অফিসার ছিলেন। তার কাছে অসৎ পথে উপার্জিত হাজার কোটি টাকা। শুধুমাত্র দেশ প্রেম ও মুল্যবোধের অভাবে মানুষ বেনজিরের মত হয়ে ওঠে।
এই তার্কিক আরও বলেন, দুর্ণীতি আমাদের সমাজের রন্দে রন্দে ছড়িয়ে পড়েছে। তার উৎকৃষ্ট উদাহরণ সাবেক আইজিপি বেনজির আহমেদ।
আজ শনিবার (৮ জুন) দুপুরে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে কুষ্টিয়া সমন্বিত দুর্নীতি দমন কমিশন ও গাংনী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) আয়োজনে মাধ্যমিক স্কুল পর্যায়ে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী সচেতনতা তৈরি করতে ‘দেশপ্রেম ও মুল্যবোধের অভাবেই দুর্ণীতি বিস্তারের কারণ, বিষয়ের উপর পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক তুলে ধরে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ও সাহেবনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের তার্কিকরা।
বিতর্ক প্রতিযোগীতার সমাপনী দিনে বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দল সাহেবনগর বহুমখী উচ্চ বিদ্যালয়কে যুক্তিতে হারিয়ে বিপক্ষ দল জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
শ্রেষ্ট বক্তা নির্বাচিত হয়েছে সাহেবনগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের বিতার্কিক দলের নেতা নওরিন জাহান।
এতে সভাপতিত্ব করেন, গাংনী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক মহা: আবু জাফর।
সমাপনি ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি ছিলেন গাংনী উপজেলা চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা দুর্ণীতি দমন কমিশনের সহকারী পরিচালক নীল কমল পাল ও সাইদুর রহমান।
উপস্থিত ছিলেন, গাংনী সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, হাড়াভাঙ্গা ডিএস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিমুজ্জামান, জোতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুর্শিদা খানম, যুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম, করমদী ডিগ্রী কলেজের প্রভাষক আবু সাদাদ মোহাম্মদ সায়েম পল্টু, প্রভাষক শরীফুল ইসলাম, গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজের একাডেমিক প্রধান হাবিবুর রহমান, গাংনী টেকনিকেল কলেজের অধ্যক্ষ আবুল কালাম আযাদ স্বপন প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরানি, কমিটির সদস্য সাংবাদিক জুলফিকার আলী কানন, প্রধান শিক্ষক খুর্শিদা বেগম, কামরুজ্জামান, সহকারি অধ্যাপক দিলরুবা খানম, হুমায়ন কবীর সুমন।
বিতর্ক প্রতিযোগীতার মডারেটর ছিলেন, গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক, বিচারক ছিলেন গাংনী উপজেলা আনসার ভিডিপি অফিসার সাইদুর রহমান, সহকারি প্রোগ্রাম অফিসার (আইসিটি) আব্দুর রাকিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম।
দুই দিন চলমান দুর্নীতি প্রতিরোধ বিষয়ে রচনা প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেই এই উপজেলা শহরের আটটি স্কুল। সমাপনি অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
পরে অতিথিরা সকলের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে গাংনী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক—শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।