সারাদেশের মতো দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে মেহেরপুরের গাংনী পৌর শহরের সবজি ও পাইকারি বাজারে মনিটরিং করেছে গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
শনিবার বেলা সাড়ে তিনটার সময় চেয়ারম্যান এম এ খালেক সহ গাংনী অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান, পৌর মেয়র আশরাফুল ইসলাম, পৌর কাউন্সিলর নবিরুদ্দিন, মিজানুর রহমান, বাজার কমিটির সভাপতি মাহাবুবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলু সহ বাজার নিয়ন্ত্রণ কমিটির সদস্য ও স্থানীয় জনগণ উপস্থিৎ ছিলেন।
উপজেলা চেয়ারম্যান এম এ খালেক পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণের লক্ষে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন কিছু অসাধূ ব্যবসায়ী বিশেষ করে পেঁয়াজের বাজার অস্থিতিশীল করে তুলেছে। তাই এরপর থেকে বেশি দামে পেয়াজ ক্রয় করবেন না এবং বাজারজাত করবেন না।
যাতে করে অসাধু ব্যবসায়ীরা কোন প্রকার সিন্ডিকেট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করে তুলতে না পারে।
পরে তিনি গাংনী পাইকারি কাচা বাজারে যান এবং সেখানেও তিনি ব্যবসায়ীদের বেশি দামে পেঁয়াজ এমনকি অন্যান্য সবজি বাজার জাত না করার জন্য বলে দেন।
বিশেষ করে পেঁয়াজের উপর তিনি কড়া হুশিয়ারি দিয়ে বলেন কোন প্রকার কারসাজি ধরা পড়লে সেই ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হবে।
চেয়ারম্যান এম এ খালেক এর কথায় সকলে একমত হন এবং তার সিদ্ধান্তকে সাধুবাদ জানান।
-গাংনী প্রতিনিধি