মেহেরপুরের গাংনীতে জমিতে জোর করে ধান কাটতে বাঁধা দেওয়ায় জমির মালিক মুনতাজ আলীকে (৪৩) পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ।
গাংনী উপজেলার জুগিরগোফা গ্রামে বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। আহত মুনতাজ আলী জুগিরগোফা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। এলাকার মতিউর রহমান ওরফে উজ্জ্বল নামের এক ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
আহত মুনতাজ আলী বর্তমানে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় ঠেকাতে গেলে প্রতিবেশী মাসুম আলী ও তার স্ত্রী আঙ্গুরা খাতুন ঠেকাতে গেলে তাদেরকেও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে উজ্জ্বল ।
জানা গেছে, জুগিরগোফা গ্রামের আব্দুল বারীর ছেলে উজ্জ্বল গতকাল বৃহস্পতিবার বিকালে মুনতাজ আলীর জমিতে জোর করে ধান কেটে গাড়ি বোঝাই করে নিয়ে আসছিলেন। এসময় মুনতাজ আলী তাকে ধান কাটছেন কেনো জানতে চাইলে বাকবিতন্ডা শুরু হয়। এক পঅযায়ে জমির মালিক মুনতাজ আলীকে মারপিট শুরু করে। শারীরিক নির্যাতনের পাশাপাশি রাস্তার উপর আছাঁড় মারে।
এ সময় প্রতিবেশী মাসুম আলী ও তার স্ত্রী আঙ্গুরা তাকে ঠেকাতে গেলে তাদেরও পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় আহত মুনতাজ আলী মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয়রা নাম না প্রকাশের শর্তে জানান, মতিউর রহমান ওরফে উজ্জ্বল একজন মাদকাসক্ত। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। গ্রামের অনেকেই তার নির্যাতনের স্বীকার।