মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ও হোগলবাড়ীয়া-মহাম্মদপুর হাজী ভরষ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দেওয়ার জন্য মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক হাসান আল নূরানী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউ আর সি ইন্সট্রাকটর রবিউল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জ্যোতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদা খাতুন রিনা, সহকারী শিক্ষক জহুরুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জ্যোতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিউর রহমান, বিটিডি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইফাজুল হোসেন, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক আনিচুর রহমানসহ আসন্ন এসএসসি পরীক্ষার্থীরা।
দ্বিতীয়ার্ধে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় হোগলবাড়ীয়া-মহাম্মদপুর ভরষ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে। প্রধান শিক্ষক মহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহম্মেদ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার। এ সময় আরো উপস্থিত ছিলেন, এমএইচএ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম, মটমুড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বাকের আলীসহ আসন্ন এসএসসি পরীক্ষার্থীরা। প্রধান অতিথির বক্তব্যে পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়টি অধিক গুরুত্ব পেয়েছে।
-নিজস্ব প্রতিনিধি