মেহেরপুরের গাংনীতে নিরাপদ দুগ্ধ ও মাংস উৎপাদনের জন্য ডেইরী খামারিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টার ন্যাশনাল কো অপারেশন এজেন্সি (জায়কা) এর আর্থিক সহায়তায় উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে।
শনিবার সকালে গাংনী উপজেলা নিবার্হী অফিসারের সভাকক্ষে প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, ভাইস চেয়ারম্যান রাশেদুল ইসলাম জুয়েল। উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক কমিটির বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালায় অর্ধশতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন।