জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা দেড় বিঘা জমির পাট খেত কেটে তছরুপ করেছে বলে অভিযোগ উঠেছে। রোববার সকালে ওই পাটখেতে গিয়ে তছরুপের ঘটনাটি দেখতে পান শহিদুল ইসলাম। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা মাঠে।
শহিদুল ইসলাম জানান, বর্তমানে তিনি চৌগাছা গ্রামে বসবাস করছেন। হিন্দা গ্রামে তার পরিবার সুত্রে পাওয়া হিন্দা মৌজার আর এস ১৪১২ নং খতিয়ান ভুক্ত ৬৭৬ নং দাগের সাত বিঘা জমিতে পাটের আবাদ করেছেন। উক্ত আবাদের একাংশ (প্রায় দেড় বিঘা) জমি নিজেদের বলে দাবী করেন হিন্দা পশ্চিমপাড়ার আমিরুল ইসলাম ওরফে আমির ও তার শ্যালক নজরুল। বিভিন্ন সময়ে তারা নানা ভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল। এরাই জমির পাটখেত নষ্ট করেছে বলে তিনি ধারণা করছেন।
শহিদুল ইসলাম আরো জানান, গত ২১/০৪/২১ তারিখে নজরুলও তার লোকজন শহিদুলের দু’টি স্যালোমেশিন ভেঙ্গে দেয় । পরে আদালতে জমির দখল নিতেও মামলা করে। এ নিয়ে গ্রামে কয়েকবার শালিস বৈঠক হলেও তা নিষ্পত্তি হয়নি।
স্থানীয়রা জানায়, মানুষে মানুষে শত্রুতার প্রতিশোধ নিতে ফসল তছরুপ একটি ন্যাক্কার জনক ঘটনা। এর বিচার না হলে কৃষকরা মাঠে আবাদ নিয়ে আতংকিত হয়ে পড়বে।
এ ব্যাপারে নজরুল ও আমিরুলের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ব্যবহৃত মুঠো ফোন রিসিভ করেন নি।
গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, ফসল তছরুপের বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।