মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে ঝরনা খাতুন (২৭) নামের এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় উপজেলার ষোলটাকা ইউপির চেংগাড়া পূর্বপাড়ার আসমা খাতুনের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঝরনা খাতুন চেংগাড়া গ্রামের আনারুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান,ঝরনা খাতুনের মরদেহ পুকুরে ভাষতে দেখে উদ্ধার করে গাংনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ধারনা করা হচ্ছে পুকুরপাড় দিয়ে যাওয়ার সময় আকস্মিক ভাবে পড়ে যায়। পরে পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়। ঝরনা খাতুন মানসিক ও বাক প্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
গাংনী হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক (নামপ্রকাশে অনিচ্ছুক) জানান,ঝরনা খাতুনকে হাসপাতালে নেওয়ার পূবেই মারা গেছে। ইসিজি রিপোর্ট দেখে মৃত্যু’র বিষয়টি নিশ্চিত হয়েছি।