পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তা এবং পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির বাস্তবায়নে, গাংনী উপজেলার পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির কাজিপুর শাখা কার্যালয়ে বিনামূল্য স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে গাংনীর কাজিপুর ইউনিয়নের সর্বসাধারণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। উক্ত স্বাস্থ্য ক্যাম্পে মোট ১৮৪ জন রোগীকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
স্বাস্থ্য ক্যাম্পে উপস্থিত ছিলেন পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির সমৃদ্ধি কর্মসূচির উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মোঃ জামিদুল ইসলাম, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মোঃ রাকিবুল ইসলাম, কাজিপুর ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি মোঃ আন্জুমান ইসলাম, সদস্য মোঃ খেতাব আলী, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল হাদী।