মেহেরপুরের গাংনীর হাড়াভাঙ্গা গ্রামে পুকুরের পানিতে ডুবে লিলুফা খাতুন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু লিলুফা (২বছর) হাড়াভাঙ্গা পশ্চিম পাড়ার আলীর মেয়ে।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশু লিলুফা খাতুনের ভাসমান মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
লিলুফা খাতুনের মা তোছলিমা খাতুন জানান, আমার মেয়ে লিলুফা দুপুর ৩টার দিকে বাড়ির নিকটে একটি পুকুর পাড়ে খেলা করছিল। এসময় আমি বাড়ির কাজ করছিলাম। সে আসতে দেরি করায় তাকে পুকুর পাড়ে না পেয়ে প্রতিবেশীদের সাথে নিয়ে সারা পাড়া খুঁজতে শুরু করি। এসময় না পেয়ে বাড়ি ফিরে আসি। প্রায়ই ৩ ঘণ্টা পর বাড়ির পাশের পুকুরের পানিতে আমার মেয়ে লিলুফার মরদেহ ভাসতে দেখে কয়েকজন। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
গাংনী থানার ওসি ওবায়দুর রহমান বলেন মায়েদের অসাবধানতার কারণেই এতোটুকু শিশু পানিতে পড়েছে।
অনেক মেয়েরাই অসাবধানতাবশত শিশুদেরকে ছেড়ে দিয়ে থাকে। তবে বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক।