মেহেরপুরের গাংনীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এ সময় গাংনী থানার সকল পর্যায়ের পুলিশ সদস্য ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গাংনী থানা চত্বরে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মেহেরপুর সদর হাসিব উল আলম, আনসার ভিডিপি গাংনী উপজেলা কর্মকর্তা উর্মিলা খাতুন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন গাংনী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাজেদুর রহমান। দুর্গাপূজা উপলক্ষে আনসার বাহিনী সদস্যদের দায়িত্ব-কর্তব্য ও করণীয় বিষয়ে ব্রিফ করা হয়। মেহেরপুরের পুলিশ সুপার এসএম মুরাদ আলি বলেন, গাংনীতে মোট ২২টি পূজা মন্ডপ সহ জেলায় মোট ৪১টি পূজা মন্ডপকে উৎসব মূখর করে তোলা ও পরিবেশ সুন্দর করে রাখার দায়িত্ব আমাদের সকলের। এ জন্য সকলকে সহযোগিতা করতে হবে। সেই সাথে আমার বিভিন্ন ধাপে সাজানো পুলিশ বাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সহযোগিতায় থাকবে। এছাড়াও সাদা পোশাকে গোপন শাখার পুলিশ সদস্যরা এবং টহল পুলিশ এবং সমন্বয় কমিটির সদস্যরা সার্বিক সহযোগিতায় থাকছেন। এছাড়াও কোথাও কোন বিচ্ছিন্ন ঘটনা দেখা দিলে সাথে সাথে পুলিশ কন্ট্রোলরুম বা ইতোপূর্বে সরবরাহ করা মোবাইল নাম্বারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগের পরামর্শ দেন।