পারিবারিক কলহের জের ধরে গাংনীতে পৃথক স্থানে প্রবাসীর স্ত্রীসহ দুই গৃহবধু আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। এরা হলেন, গাংনী উপজেলার হেমায়েতপুর গ্রামের শফিউদ্দীনের স্ত্রী জেসমিন খাতুন (৩০) ও গাংনী থানাপাড়া এলাকার প্রবাসী রাজু আহম্মেদের স্ত্রী শান্তনা খাতুন (২০)।
জেসমিন খাতুন মঙ্গলবার সকাল ১০ টার দিকে নিজ গলায় গলাই রশি পেচিয়ে এবং শান্তনা খাতুন নিজ বাড়িতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালান।
এদের মধ্যে শান্তনা খাতুনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ও জেসমিনকে গাংনী হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, শান্তনা খাতুনের সাথে তার প্রবাসী স্বামী রাজু’র সাথে মোবাইল ফোনে কথাকাটি হয়েছে। এজন্য তাকে তালাক দেওয়ার হুমকী দেওয়ায় মঙ্গলবার ভোররাতের দিকে নিজ বাড়িতে শান্তনা খাতুন বিষপান করে।
মূমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে লেফার্ড করেন।
এছাড়া স্বামীর সাথে কথাকাটির জের ধরে জেসমিন খাতুন নিজ ঘরে গলাই রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।