বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের মেহেরপুরের গাংনী উপজেলা কমিটি গঠন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে গাংনী মহিলা ডিগ্রী কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা কমিটির আহবায়ক প্রফেসর হাসানুজামান মালেক। উপজেলা কমিটির আহবায়ক মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খোরশেদ আলীর সভাপতিত্বে ও গাংনী প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক রমজান আলীর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা কমিটির সদস্যসচিব সাইদুর রহমান, জেলা আহবায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম, নুর জাহান বেগম, মকলেছুর রহমান খোকন, মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মুরাদ হোসেন, আলমডাঙ্গা এসএম জোহা কলেজের সহকারী অধ্যাপক সালাউদ্দীন,
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শহীদ স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি ইয়াছিন রেজা, গাংনী সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক নাসির উদ্দীন, তেড়াইল-জোরপুকুরিয়া ডিগ্রী কলেজের প্রভাষক মাসুম উল হক মিন্টু, রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, বিপিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ওহিদুল ইসলাম আসাদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের জেলা আহবায়ক কমিটির সদস্য অশোক চন্দ্র বিশ^াস, আবুল কাশেম অনুরাগী, আজিজুল হক রানু, গাংনী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাইটিভির জেলা প্রতিনিধি মাহাবুব আলম ও সাংবাদিক তোফায়েল হোসেন প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন কলেজের প্রভাষক, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সাস্কৃতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ।
অনুষ্ঠান শেষে গাংনী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খোরশেদ আলমকে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহবায়ক ও প্রভাষক ও উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশকে যুগ্ম-আহবায়ক করে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটির গঠনের নিদের্শনা দেওয়া হয়।