মেহেরপুরের গাংনীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় স্কুল শিক্ষক শরিফুল ইসলাম (৫০) নিহত হয়েছেন।
শনিবার (২৫মার্চ) দুপুরে গাংনী উপজেলা শহরের কাথুলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল শিক্ষক মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের রফাতুল্লার ছেলে। তিনি মেহেরপুর সদরের শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, গাংনী শহরের কাথুলী মোড় হয়ে কুতুবপুরে যাওয়ার সময় দ্রুতগামী পরিবহন হাজি রাবেয়া (যার নং মেহেরপুর-জ-১১০০৬) সামনে পড়লে তাকে জোরে ধাক্কা দেয়। এতে মারাত্মক আহত হয় শিক্ষক শরিফুল ইসলাম। গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে বামন্দি নামক স্থানে পৌছালে তার মৃত্যু হয়।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক ও তার সহকারি পলাতক রয়েছে তাদের আটকের চেষ্টা চলছে বলেও জানায় ওসি।।