মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়াতে যাত্রীবাহি লোকাল বাসের চাকায় পিষ্ট হয়ে ফরিয়া (৯) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫ টার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এসময় বাস চালক পালিয়ে গেলেও বাসটি আটক করেছে স্থানীয়রা। নিহত ফারিহা বাঁশবাড়িয়া গ্রামের পশ্চিমপাড়ার দিনমজুর ইকবাল হোসেনের মেয়ে এবং আমঝুপি দারুসুন্নাহ মাদ্রাসার দ্বিতীয় শ্রেনীর ছাত্রী।
স্থানীয়রা জানান, ফারিহাকে নিয়ে তার মা কাজলি খাতুন লেখাপড়ার সুবাদে বাবার বাড়ি আমঝুপিতে থাকতো। দিন দশেক আগে সেখান থেকে বাঁশবাড়িয়াতে বেড়াতে আসে। ঘটনার সময় সন্ধ্যা সাড়ে ৫ টার সময় বাড়ির পাশে এক প্রতিবেশীর বাড়ি থেকে বাড়ি ফেরার সময় রাস্তা পার হতে যায় শিশু ফারিয়া। এসময় মেহেরপুর থেকে ছেড়ে আসা কুষ্টিগামী মদিনা পরিবহন নামের একটি লোকাল বাস (যার নং- ঢাকা মেট্রো-জ-১৪-১১১৯া) তাকে চাপা দেয়। এসময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থালেই মারা যায় ফারিয়া।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বাস চাপায় শিশু নিহতের খবর শুনে ঘটনা স্থলে পুুলিশ পাঠানো হয়েছে। বাসটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।