মেহেরপুরের গাংনী প্রেসক্লাবে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে বিজয় টিভির জন্ম বার্ষিকী।
চ্যানেলটির এগার বছর পদার্পন উপলক্ষে বুধবার দুপুরে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে শোভা বর্ধন করেন একুশে পদকপ্রাপ্ত কথা সাহিত্যিক ও মুক্তিযুদ্ধের গবেষক রফিকুর রশিদ রিজভী।
বিজয় টিভির মেহেরপুর জেলা প্রতিনিধি ও প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন সাবেক কটন ইউনিট অফিসার আব্দুল ওয়াদুদ, প্রেসক্লাব সহ-সভাপতি মজনুর রহমান আকাশ, সাধারণ সম্পাদক মাহাবুব আলম।
আরটিভির প্রতিনিধি মাজেদুল হক মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিজয় টিভির নানা অনুষ্ঠান ও সংবাদের ইতিবাচক দিক তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা। পরে কেক কাটা হয়। অনুষ্ঠানে গাংনী প্রেসক্লাবের সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।