গাংনী উপজেলার সহড়াবাড়িয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তামিম হোসেন (১১) নামের এক শিশু মারাত্বক আহত হয়েছে।
তামিম হোসেন সহড়াবাড়িয়া গ্রামের মাহফুজ রহমান ওরফে লালনের ছেলে।
মঙ্গলবার দিবাগত রাত ৮ টার দিকে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে।
আহত তামিমকে গাংনী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তার অবস্থা বর্তমানে আশংকামুক্ত।
তামিমের বাবা লালন জানান, ঘরের গ্রীলের সাথে যাওয়া বিদ্যুতের তার লিক থাকায় গ্রীল বিদ্যুৎ হয়ে ছিল। গ্রীলে হাত দেওয়ার সাথে সাথে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। সাথে সাথে তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নিয়ে আসি।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে্্রর জরুরী বিভাগের চিকিৎসক শরীফুল ইসলাম বলেন, বর্তমানে শিশুটি আশংকামুক্ত। তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।