মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গাংনীতে শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করা হচ্ছে।
গাংনী উপজেলা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি নানা কর্মসূচির মধ্য দিয়ে গর্ব আর শোকের এ দিনটি পালন করছে গাংনী উপজেলাবাসী।
যে ভাষার বুকের কাছে মগ্ন আছে বাঙালির অঙ্গীকার, সেই ভাষার দিনে বেদনা আর গর্ব নিয়ে সব পথ যেন এক হয়েছে শহীদ মিনারে।
প্রভাত ফেরির পথে পথে কণ্ঠে কণ্ঠে চলছে সেই গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি…।
দলমত, ধর্ম-বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে হাজারও মানুষ মাতৃভাষার মর্যাদা রক্ষার অকুতোভয় শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছে প্রথম প্রহর থেকে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহরে গাংনী উপজেলা পরিষদ শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা
জানিয়েছেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক,উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান,গাংনী পৌর মেয়র আশরাফুল
ইসলাম,সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, গাংনী থানার ওসি ওবাইদুর রহমান. গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডঃ রাশিদুল ইসলাম জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইসএ ডাক্তার রিয়াজুল ইসলাম, মেহেরপুর পল্লী বিদ্যুতের গাংনী জোনাল অফিসের ডিজিএম নিরাপদ দাস, গাংনী প্রেসক্লাবের সভাপতি
রমজান আলী। এসময় গাংনী উপজেলা যুবলীগের পক্ষে পুস্পমাল্য অর্পণ করেন উপজেলা যুবলীগ সভাপতি মোশারফ হোসেন।
পৌর আয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রলীগের পক্ষে তোহিদুল ইসলাম শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন, এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুষ্প্যমাল্য অর্পণ করেন। একই সাথে গাংনীর সাহারবকাটি ইউনিয়ন পরিষদসহ সকল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে।
পুস্পমাল্য অর্পন শেষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়েছে। এসময় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া বিভিন্ন সরকারি ও বিভিন্ন সামজিক-সাংস্কৃতিক সংগঠন দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, চিত্রাংকন ও বাংলা ভাষায় হাতের লেখা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
মেপ্র/আরজেএম