বিভিন্ন বাহিনীর পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে মেহেরপুরের গাংনী থেকে জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (২৮) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে র্যাব-১২ সিপিসি-মেহেরপুর ক্যাম্প কমাণ্ডার সহকারী পুলিশ সুপার মো. গোলাম ফারুকের নেতৃত্বে র্যাবের একটি দল উপজেলার আকুবগ্রামে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে। আটক জাহিদ ওই গ্রামের উসমান খাজার ছেলে।
আজ শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে সিপিসি- মেহেরপুর র্যাব-১২-র সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার মো. গোলাম ফারুক এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেসবিজ্ঞপ্তির সূত্রে জানা গেছে, র্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আকুবপুর গ্রামে অভিযান পরিচালনা করে বিভিন্ন বাহিনীর ভুয়া পরিচয়ে প্রতারণার অভিযোগে জাহিদকে আটক করে।
এ সময় তার কাছ থেকে চাবিসহ একটি সরকারি পুরাতন হ্যান্ডকাপ, বাংলাদেশ জেল লেখা একটি কালো রঙের বেল্ট, বিজিবি’র একটি ফিল্ডক্যাপ, আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি ফিল্ড ক্যাপ, পিস্তল সদৃশ কালো কভারযুক্ত একটি খেলনা, যার ভেতরে চাকু সংযুক্ত ম্যাগাজিন রয়েছে, পুলিশ লেখা সম্বলিত একটি মাস্ক, দুটি সিম কার্ডসহ একটি মোবাইল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক দীর্ঘদিন যাবত সরকারি হ্যান্ডকাপ, বেল্ট, ফিল্ড ক্যাপ, খেলনা পিস্তল ব্যবহার করে প্রতারনাসহ বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করে আসছিল বলেও জানান র্র্যাবের এ কর্মকর্তা।
প্রতারক জাহিদের বিরুদ্ধে মামলা দায়ের করে গাংনী থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।