গাংনীর কাজিপুর গ্রামে বিরোধপূর্ণ জমির পাট কাটাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় তিন আসামী গ্রেফতার হয়েছে।
এরা হলেন, গাংনী উপজেলার কাজিপুর গ্রামের মধ্যপাড়া এলাকার কলিম উদ্দীনের ছেলে আখের উদ্দীন (৩৮), মৃত বাদল মন্ডলের ছেলে মনিরুল ইসলাম (৫৭) ও উজির আলীর ছেলে রেজাউল হক (৬০)।
শুক্রবার (২৯ জুলাই) দিবাগত রাতে ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জহির রায়হানের নেতৃত্বে পুলিশের একটি টীম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতদের নামে গাংনী থানা মামলা নং ৩৪/১৮২, ধারা ১৪৩/৩৭৯/৪৪৭/৫০৬, তারিখ, ২৯/০৭/২০২২ ইং।
পিরতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ জহির রায়হান বলেন, কাজিপুর মধ্যপাড়া এলাকার রুহুল আমিন ও মৃতু ছলিম উদ্দীনের ছেলে কলিম উদ্দীন, আজমত আলী গ্যাঙের মধ্যে ৬.৭৩ একর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমিতে মামলার বাদী রুহুল আমিন পাট চাষ করেন।
গতকাল শনিবার সেই পাট কলিম উদ্দীন গ্রুেপর লোকজন কেটে নিয়ে যায়। এঘটনায় কলিম উদ্দীন বাদী হয়ে জমিতে অনধিকার প্রবেশ করে পাট চুরির অভিযোগ এনে ২৪ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন। মামলাটি রুজ্জু হওয়ার পর রাতেই অভিযান চালিয়ে এই তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেপুর জেল হাজতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।