মেহেরপুরের গাংনী উপজেলার ইকুড়িয়া গ্রামে বিষ প্রয়োগ করে ছাগল হত্যা করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দুপুরে ইকুড়িয়া গ্রামে জবের ক্ষেতে গমের চালটির ভিতর বিষ মিশিয়ে ছাগল হত্যা করা হয় বলে জানান ছাগল মালিক মোছা: লিপিয়ারা খাতুন। এতে তার একটি ছাগল গাংনী পশু সম্পদ কার্যালয়ে নিয়ে আসার আগেই মারা যায় অন্য অন্তঃসত্বা ছাগলটিকে ছিকিৎসা দেওয়া হয়েছে।
কর্তব্যরত ডাক্তার জানান, অসুস্থ্য ছাগলটি যেহেতু অন্তঃসত্বা তাই সেটাকে বাঁচাতে হলে গর্ভপাত করাতে হবে।
ভুক্তোভোগি লিপিয়ারা খাতুন ঐ গ্রামের কৃষক দিনমজুর মোঃ সেলিমের স্ত্রী।
তিনি জানান,একই গ্রামের খেড়ুর ছেলে জব্বার পরিকল্পিতভাবে গমের চালটির সাথে বিষ মিশিয়ে তার লিজ নেওয়া জবের ক্ষেতে বিভিন্ন জায়গায় রেখে দেয় যাতে ছাগল গরু ঐ বিষ খায়। দু’তিন দিন আগেও সে ঐ ক্ষেতে বিষ প্রয়োগ করে তাতে বেশ কয়েকটি ছাগল অসুস্থ্য হয়ে পড়ে। এ বিষয়ে তাকে সতর্ক করা হলেও সে কর্নপাত না করে আবারও বিষ দিয়ে ছাগল হত্যা করেছে।
এদিকে জব্বারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে ভুক্তোভোগি লিপিয়ারা খাতুন গাংনী থানায় অভিযোগ করবেন বলে জানান