বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতি করেছে গাংনী উপজেলা শাখার স্বাস্থ্য পরিদর্শক ও সহকারীরা।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মবিরতি পালন করা হয়।
এ কর্মবিরতি পালন কার্যক্রমের নেতৃত্ব দেন গাংনী উপজেলা শাখার সভাপতি আলফাজ হোসেন ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।
১৯৯৮ সালে প্রধানমন্ত্রীর ঘোষণা, ২০১৮ সালে স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা এবং ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্যমন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি রয়েছে।
বিধায় স্বাস্থ্য পরিদর্শক- ১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক-১২ এবং স্বাস্থ্য সহকারীদের ১৩ তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবি জানান বক্তারা।
এ সময় উপজেলার সকল স্বাস্থ্য পরিদর্শক সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন।