করোনা ভাইরাস আতংকে বেশি দামে মাস্ক বিক্রির অপরাধে মেহেরপুরের গাংনী বাজারের মেডিসিন গ্যালারী মালিক হাবিবুর রহমানের কাছ থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বেশি দরে মাস্ক বিক্রি করায় আজ বুধবার দুপুরে গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রাহমান এ জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, ১০ টাকা মূল্যের মাস্ক ৫০ টাকা ও তার উপরে বিক্রি করছে এমন অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে সতত্যা পাওয়া গেলে ভোক্তা অধিকার আইনে হাবিবুর রহমানের কাছ থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। কেউ যদি বেশি দামে মাস্ক বিক্রি করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অন্যদিকে গাংনী উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডা. রিয়াজুল আলম বলেছেন সকলকে মাস্ক ব্যাবহারের কোন প্রয়োজন নেই। আক্রান্ত ব্যাক্তি সনাক্ত হলে তার জন্য মাস্ক ব্যাবহার প্রয়োজন। হুজুগে পড়ে মানুষ মাস্কের দিকে ঝুঁকে পড়ছেন।