ছোটভাই মতিয়ার রহমানের রোষানলে পড়ে বসত ভিটা হারাতে বসেছেন বড়ভাই আনোয়ার হোসেন। নিজ বাড়িতে আশ্রয় দেয়ার পর ওই বাড়িটি নিজের বলে দাবি করে তালাবদ্ধ করেছেন।
এ ব্যাপারে গাংনী থানায় একটি অভিযোগ দিয়েছেন আনোয়ার হোসেনের ভাই মনিরুজ্জামান মন্টু। অভিযোগে মতিয়ার রহমান ও তার অপর দুভাই খালেক এবং ছানোয়ার হোসেনকে বিবাদী করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনীর গাড়াডোব গ্রামে।
অভিযোগে জানা গেছে, আনোয়ার হোসেন তার পিতার জমিতে দুই রুম বিশিষ্ট একটি বাড়ি নির্মাণ করেন। চাকরীর সুবাদে আনোয়ার হোসেন ঢাকাতে অবস্থান করায় ২০০১ সালে ছোটভাই মতিয়ার রহমানকে তার ওই বাড়িতে বসত করার সাময়িক অনুমতি দেন। পিতা মাতার মৃত্যুর পর মতিয়ার রহমান ওই বাড়িটি নিজের বলে দাবি করে দখলে নেন।
এব্যাপারে অন্যান্য ভাই ও আত্মীয় স্বজন বাড়িটি ছেড়ে দিতে অনুরোধ করেও কোন কাজ হয়নি। উপরন্ত বাড়ির দোতলার আরো দুটি রুমে তালাবদ্ধ করেন গত ৩০ সেপ্টেম্বর।
অনুনয় বিনয় করেও কোন ফল না পাওয়ায় আনোয়ার হোসেনের পক্ষে অভিযোগটি করেন অপর ভাই মনিরুল ইসলাম।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, বিষয়টি তদন্তাধিন রয়েছে।