বাড়ি ভাঙচুরের চেষ্টা,ভাই ও ভাবীকে মারধরের ঘটনায় ভাইয়ের দায়ের করা মামলায় আপন বোন ও তার দেবরকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। এরা হলেন মামলার বাদীর বোন আফরোজা বেগম ও তার চাচাত দেবর কামালা হোসেন।
মামলার আইও উপপরিদর্শক (এসআই) মাসুদ গোপন সংবাদে হাড়াভাঙ্গা গ্রামে তাদের বাড়িতে অভিযান চালিয়ে এই দুজনকে গ্রেফতার করেন।
গাংনী থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ এ তথ্য নিশ্চিত করেচেন।
গত ১ নভেম্বর সকাল সাড়ে ৯ টার দিকে হাড়াভাঙ্গা গ্রামে বিরোধপূর্ণ জমি নিয়ে ইয়াসিন আলী তার স্ত্রী আফরোজা বেগম ও তাদের চাচাত দেবর কামাল হোসেন আপন ভাই ইয়ারুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের চেষ্টা চালায়।
এসময় তাদের ঠেকাতে গ্রেলে প্রথমে পারুল বেগমকে মারধর করে। এসময় স্ত্রীর মারধর ঠেকাতে আসলে ধারালো অস্ত্র দিয়ে স্বামী ইয়ারুল ইসলামকে কোপ মারে। এতে ইয়ারুল ইসলামের কান কেটে যায়। এতে তার ৩ টি সেলাই দেওয়া হয়। এঘটনায় ইয়ারুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। সে মামলায় পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামিদের আজ বৃহস্পতিবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।