মেহেরপুরের গাংনীতে ভেজাল গুড়ের কারাখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানা মালিক হকাজ্জেল হোসেন কে ২০ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা আদায় করে আদালত৷
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভুমি মো: ইয়ানুর রহমান এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়৷
দন্ডিত হকাজ্জেল হোসেন রামনগর গ্রামের আমিরুদ্দীন শেখ এর ছেলে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়ানুর রহমান জানান, রামনগর গ্রামের হকাজ্জেল হোসেন তার নিজ বাড়িতে আখের রস ছাড়াই চিনি ও ঘি মিশিয়ে ভোজাল গুড় তৈরি করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
ঘটনার সত্যতা পাওয়ায় ও হকাজ্জেল হোসেন তার অপরাধ স্বীকার করায় তাকে ২০ দিনের কারাদন্ড ও ১০ হাজার টাকা (অর্থদন্ড) জরিমানা করা হয়।
এ সময় ১২শ’ কেজি ভেজাল গুড়,২শ’ কেজি চিনি ও ১৩ কেজি ডালডা ঘি জব্দ করা হয়। জব্দকৃত মালামাল ভবানীপুর পুলিশ ক্যাম্পের এসআই ওলিউর রহমান ও এএসআই মামুনের কাছে জিম্মায় রাখা হয়েছে। সেই সাথে দন্ডিত আসামীকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
মেপ্র/এমএফআর