মেহেরপুরের গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বেলা ১২ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন।
সেমিনারে উপস্থিত ছিলেন থানা ইন্সপেক্টর (তদন্ত) সাজেদুল ইসলাম, র্যাব প্রতিনিধি শফিকুল ইসলাম, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, উপজেলা কৃষি অফিসার কে এম শাহাবুদ্দিন, গাংনী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খোরশেদ আলম, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, গাংনী প্রেস ক্লাবের সভাপতি রমজান আলী, আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক হাজী শফি কামাল পলাশ, পল্লী বিদ্যুতের ডিজিএম নিরাপদ দাস, গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন,
জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী, গাংনী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিয়াস সাজ্জাদ রাজা, শিক্ষক আব্দুর রকিব, জাতীয় পার্টির (জেপি) সভাপতি আব্দুল হালিম আনছার ভিডিপি প্রতিনিধিসহ রাজনৈতিক, সামাজিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন প্রমুখ।