মেহেরপুর জেলা সমবায় অফিসের উদ্যোগে সমবায়ীদের দক্ষতা উন্নয়নে গাংনীতে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার গাংনীর বিআরডিবি হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা সমবায় কর্মকর্তা মো: মাহবুবুল হক মন্টুর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসিম উদ্দিন।
অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাংনীর সহকারী কমিশনার (ভুমি) মো: ইয়ানুর রহমান, গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা কে এম শাহাবুদ্দিন আহমেদ।
অন্যদের মধ্যে জেলা সমবায় অফিসের প্রশিক্ষক নুরুজ্জামান, সহকারি প্রশিক্ষক মোঃ রোকনুজ্জামান তুষার, গাংনী উপজেলা সমবায় অফিসের সহকারি পরিদর্শক মো: হাফিজুর রহমান, মো: রুহুল কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।
-নিজস্ব প্রতিনিধি