গাংনীতে সরকার নির্ধারিত মূল্যের বেশি দরে মাংস বিক্রি করার অপরাধে গাংনী বাজারের মাংস ব্যবসায়ী আলমগীর হোসেন ও মিলন হোসেনের কাছ থেকে চার হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ ইয়ানুর রহমান। ভ্রাম্যমান আদালত পরিচালনাকারি নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান জানান, গাংনী বাজারের মাংস ব্যাবসায়ীরা ৫০০ টাকার পরিবর্তে ৫৫০ টাকা দরে মাংস বিক্রি করছিলেন।
ক্রেতারা অভিযোগ দিলে তাদের হাতেনাতে প্রমানিত হওয়ায় উক্ত ব্যাবসায়ীদের শতর্কমুলক জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার আইনে তিনি এ জরিমানা আদায় করেন।
মেপ্র/আরজেএম