মেহেরপুরের গাংনী উপজেলার করমদি দারুচ্ছুন্নাহ নেছারিয়া দাখ্রিল মাদ্রাসার চতুর্থ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয়েছে। মাদ্রাসা প্রাঙ্গণে এ ভিত্তি প্রস্তুর স্থাপন করেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজামান খোকন।
অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য ও মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নাজমুল হক, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ নেতা মনিরুজামান আতু, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।