গাংনীতে মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২০-২১ আওতায় মাসব্যাপী ভলিবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার সময় মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং গাংনী উপজেলা পরিষদের সহযোগিতায় প্রশিক্ষণের সমাপনী সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি মেহেরপুর জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ।
অনুষ্ঠানের শুরুতেই ভলিবল প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন, গাংনীর বিশিষ্ট ক্রীড়াবিদ (সাবেক) সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, গাংনী পাইলট হাইস্কুল এন্ড কলেজের সাবেক ক্রীড়া শিক্ষক আশরাফুল হক, গাংনী উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আতর আলী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এম এ খালেক বলেন, খেলাধুলা শারীরিক সক্ষমতা বৃদ্ধি, চরিত্র গঠন, সামাজিক সম্প্রীতি তৈরি, নেতৃত্বদানসহ নানাভাবে সামাজিক উন্নয়নে অবদান রাখে। ভলিবল, ফুটবল, ক্রিকেট, ভারোত্তোলনসহ নানা খেলায় সাফল্য ছিনিয়ে এনেছে গাংনীর খেলোয়াড়রা। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে গাংনীর খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য বয়ে আনবে এটাই আমাদের প্রত্যাশা।
গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডামের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাংনী পৌরসভার নব নির্বাচিত কাউন্সিলর হাফিজুর রহমান, গাংনী বিআরডিবি’র সভাপতি আলী আজগর, গাংনী পৌর যুব লীগের সেক্রেটারী বাবু, ভলিবল প্রশিক্ষণের সহকারী আলামিন হোসেন, আব্দুল গাফ্ফার, ক্রীড়ামোদী দর্শকবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।