মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিব বর্ষ) উদযাপন বিষয়ক প্রস্তুতিমূলোক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ২টার দিকে উপজেলা প্রশাসনের সভাকক্ষে মুজিব বর্ষকে আড়ম্বর পূর্ণভাবে উদযাপনের লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন।
উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, পৌর মেয়র আশরাফুল ইসলাম, ওসি তদন্ত সাজেদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নুরজাহান বেগম,উপজেলা শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার,
কাথুলি ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম শফিকুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি, গাংনী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, গাংনী মহিলা কলেজের অধ্যক্ষ খোরশেদ আলম, দারিয়াপুর ডিগ্রি কলেজের প্রভাষক মুরাদ হোসেন,
ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারন সম্পাদক বিপ্লব হোসেন সহ উপজেলা সকল শ্রেনী পেশার মানুষ উপস্থিৎ থেকে যথাযোগ্য মর্যাদায় আড়ম্বর পূর্ণভাবে মুজিব বর্ষ উদযাপনের লক্ষ্যে মতামত প্রকাশ করেন।
-গাংনী প্রতিনিধি