মেহেরপুরের গাংনী উপজেলার সরকারি কর্মকর্তা কর্মচারি রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মেহেরপুর স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন(মেসডা) এর সদস্যবৃন্দরা।
রবিবার সারাদিন মেসডা এর সদস্যরা সৌজন্য সাক্ষাত করে উক্ত ছাত্রসংগঠনের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডে অংশগ্রহনের চিত্র তুলে ধরেন এবং সংগঠনের পক্ষ থেকে ক্যালেন্ডার বিতরণ করেন।
মেহেরপুর স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের(মেসডা) মেহেরপুর জেলার বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠান স্কুল প্রোগ্রামের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ার সচেতন বিষয়ক বিভিন্ন পরামর্শ ও অনুপ্রেরণা প্রদান করে।
প্রথমে গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সাথে সাক্ষাত শেষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। একই সাথে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
মেসডা সংগঠনটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়ে এপর্যন্ত সুনামের সাথে তাদের কর্মকান্ড চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় গাংনী উপেেজলায় নববর্ষের শুভেচ্ছা বিনিময় ও ক্যালেন্ডার বিতরণ করেন।
মেপ্র/ইএম